কোমল নেশা
- ভ্রান্ত বিলাস - তোমাতে আমি
জন্ম,মৃত্যুর মতো
শুদ্ধ প্রেম একবারই আসে।
তোমার থেকে সর্বাধিক শোনা কথা-
"আমাকে আর ভালোবাস না!"
যাকে প্রতি মুহূর্তেই ভালোবাসি
তাকে আয়োজন করে কিভাবে বাসবো আর?
কিভাবে বলি----
'আমি তোমাকে শুধু তোমাকেই ভালোবাসি'
এতটা ঠোঁট কাটা কিভাবে হই!
আমার অধর,ওষ্ঠ যে
তোমারই কোমলতায় ডুবে থাকতে চায়।
ঠোঁট কাটা হলে এই আকাঙ্খা
বাকি জীবন জ্বালাবে প্রাপ্তির ব্যর্থতায়।
এতটুকু হৃদস্পন্দন
কতটুকু শিহরণ
আর ভূকম্পন
তা আমার অজানা নয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।