বাকপ
- হোসাইন মুহম্মদ কবির
বাকপ মানে কাব্য মেলা
কাব্যের ছড়াছড়ি,
স্বাধীন মনে বাংলা ভাষায়
খুলি কাব্য ঝুড়ি।
:
নবীন প্রবীণ সবে মিলে
লেখি নিজ ভাবনা সুরে,
বাকপে এসে বন্ধু সবে
যদিও থাকি দূরে।
:
গরীব ধনীর স্বপ্ন আশা
এ সমাজের নীতিকথা,
প্রতিবাদী প্রেম বিরহ
দুঃখ কষ্ট বাস্তবতা।
:
হৃদয়ের কথা যতোই লেখি
হয়না যেন শেষ,
নারী পুরুষ নাই ভেদাভেদ
কাব্যপ্রমী আড্ডা জমে বেশ।
:
কাব্যচর্চা ছিলো না তেমন
সল্প ছিলো জ্ঞান,
বাকপে এসে শিখেছি নানান ছন্দ
পেয়েছি কবি'র সম্মান।
:
আছি যেমন থাকবো তেমন
বেঁচে থাকবো যতদিন,
সাড়া জীবন বাসলে ভালো
শোধ হবে না বাকপের ঋণ।
২৭/১২/২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।