ক্ষুধার্ত
- হোসাইন মুহম্মদ কবির - অশ্রুসজল আঁখি
এক মুঠো অন্নের জন্য
ঘুরি দ্বারে দ্বারে,
মায়ের আদর নাই রে মনে
দেখিনি বাবা'র মুখ,জন্মের পরে।
অলিগলি রাজপথে,কত লোকের পায়ে ধরি,অশ্রুঝরা চোখে,
সাহেব আমায় একটা টাকা দেন
দু,দিন অন্ন যায়নি মুখে।
দয়া করে কেউ বা বলে
ছাড়ো আজ পকেট আমার ফাঁকা,
কেউ বা উত্তেজিত কন্ঠে,
জোরগলায় দেয় রে গলা ধাক্কা।
যেখানে হয় দিনের শেষ-সেখানে রাত্রি কাটাই বেশ
কোন এক গলিতে,
আমার শরীর ডাকার,একটা ছেড়া কাপড় নাই,কনকনে শীতে।
নাম আছে আমার তবু সবে
টোকাই নামে ডাকে,
এ সমাজ পথও শিশু কে মানুষ ভাবে না ঘৃণার দৃষ্টিতে দূরে দূরে রাখে।
এক মুঠো অন্ন দেবে কে?
দয়া আছে কার?
এ ভূবনে ক্ষুধার জ্বালা বক্ষে নিয়ে
চাই না বাঁচতে আর।
১/৪/১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।