পাঠানকোট ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

শহীদ তোমরা প্রাণ দিয়েছ
জন্মভূমির স্বার্থে ...
সামনে পিছনে দেখনি কিছুই
চাওনি কিছুই ভাবতে ..
দেশের তরে দশের তরে
দিলে যে প্রাণের আহুতি ;
কাপুরুষ যারা নরকেই যাক ,
তারা বিশ্বাসঘাতী ,
কাঁদছে মেদিনী কাঁদে দেশমাতা
শোকাকুল দেশবাসী ..
কাঁধে বন্দুক , বুকেতে রক্ত
মুখে তবু ছিল হাসি ..
দেশকে বাঁচালে জঙ্গিদমনে ,
জমা করে গেলে ঋণ !
প্রমাণিত হল, সীমান্তে আজও
প্রহরা যে কত হীন !
তবু সান্ত্বনা, ভারতীয় সেনা
নিয়ে কত ক্ষত , চোট ;
বুদ্ধি দিয়ে বীরত্ব দিয়ে
বাঁচাল পাঠানকোট !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১১-০১-২০১৬ ০০:১৫ মিঃ

সুন্দর শিল্পরূপ