এপার ওপার
- সৌম্যকান্তি চক্রবর্তী

ঐ সীমানায় কড়া প্রহরা ..
পার হয় না কেউ !
দুই দিকে বলে একই ভাষা
একই আবেগের ঢেউ ;

এই দিকে খায় রুই , কাতলা
আর ভাত মুসুর ডাল ;
ঐ দিকে খায় টাটকা ইলিশ
আর ভেটকি মাছের ঝাল !

ঐ দিকে শেখ হাসিনা আর
খালেদার জিয়ার কোন্দল ;
এই দিকে দেখ সূর্যকান্ত
আর মমতা দিদির দল ;

ঐ দিকেতে তাসকিন
আর মাশরাফির দাপট ;
এই দিকে দেখো মনোজ
দিন্দা আর ধোনির চিত্রপট ;

দুই পাশেতেই একই ভাষা ,
একই গ্রাম আর একই বাসা ;
সভ্যতা একই , সবারই জানা !
বাধা হয়ে গেছে ঐ সীমানা ;


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১১-০১-২০১৬ ০০:১৩ মিঃ

ঐ সীমানা ভেঙে দেব আজ বা কাল
হৈ করনা সবে, তোল হুল্লর ধ্বনি রোল।