গগনে গগনে অথবা প্রাঙ্গনে
- অরুণ কারফা

গগনে গগনে অথবা প্রাঙ্গনে
সারাক্ষণ যার চিত্ত উদার
উড়ে যায় চলে খাঁচা দিলে খুলে ডানা জোড়া মেলে সীমানা ছাড়িয়ে;
ধন্য হতাম ভাবি মনের কোণে
কিয়দংশও গুণ পেলেই তার
বিদ্রোহ করে ঘুরে দাঁড়িয়ে বৈষম্য দিতাম হেলায় গুঁড়িয়ে।

কি হয়েছে এ মানব জন্ম নিয়ে
এর চেয়ে তো ভালই হত বিহঙ্গ হলে
সাম্যের বাণী ছড়িয়ে উড়তাম অম্বরে মুক্ত হৃদয়ে;
প্রত্যেকে এক একটি দানব হয়ে
লুটেপুটে খাই যা কিছু পাই সুযোগ পেলে
যাদের কেউ নেই পদতলে দাবিয়ে নিঃস্বদের নির্দয়ে।

কণ্ঠে যখন ওরা বাজায় গীতির সুর
দূর থেকে দূরে ছড়িয়ে প্রীতি
বিধুর পরিবেশকে মধুর করে দিয়ে সহাবস্থানের কেতন উড়িয়ে;
লুণ্ঠনে ব্যস্ত আমরা প্রতিটি অসুর
ভেঙ্গে দিয়ে সব রীতিনীতি
ব্যস্ত বাড়াতে সম্পদ ভাণ্ডার সবার সব কিছু নিজের করে নিয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।