ক্ষণিক দেখা (৩)
- হোসাইন মুহম্মদ কবির
যার জন্য যুগযুগান্তর অপেক্ষায় ছিলাম
-তার পেয়েছি ক্ষণিক দেখা,
মন আমায় দেয় জানিয়ে
এ ভুবনে নইতো আমি আর একা।
:
হঠাৎ এসে মন রাঙিয়ে
হঠাৎ চলে যাও,
প্রেম দহনে আমায় পুড়িয়ে
কি সুখ তুমি পাও।
:
অচেনা ললনা নাম ঠিকানা নাইতো জানা
তাই কবিতা নামে ডাকি,
হৃদয়ে খাতায় প্রেমের কাব্য পাতায়
ছন্দে ছন্দে কবিতা লিখে রাখি।
:
ক্ষণিক এসে অন্ধকার হৃদয়
জ্বেলেছে প্রেমের প্রদীপ আলো,
আড় চোখে মিষ্টি হেসে-কোন স্বর্গ সুখে আমায়
ভাসিয়ে গেলো।
:
মনের অজান্তে চলার পথে
ক্ষণিক দেখা হয়,
তোমার সম্মুখে দাঁড়াতে
কেন আমার প্রাণে লাগে ভয়।
:
চাই যে তোমায় চির সঙ্গী করে
দেবো না হতে পর,
তুমি চাইলে সহস্র বাঁধা পেরিয়ে
ভালোবাসার চিকন সুতায় বাঁধবো সুখের ঘর।
০৭/০১/২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।