বদলেছে নারী
- হোসাইন মুহম্মদ কবির - প্রভাতী কাব্যবদলে গেছে দিন-বদলে গেছে নারীর পূর্ণ রুপ বাঙালীর রং , ধর্ম ভুলে বদলায় নারী ফ্যাশনের নামে কালচারে মিশে করে কত ঢং। : নারী পুরুষ নাই ভেদাভেদ এ যে কলিকাল , অলিগলি রাজপথে ছুটির দিনে মার্কেটে দেখি নারীদের ঢল। : লজ্জাবতী নারীর দেখা এ যুগে বাস্তবে নয়-কল্পনা তে মিলে , সস্তা দরে দেহের মঞ্চ খুলে মাদক নেশায় হচ্ছে নষ্ট তিলে তিলে। : মন ভুলানো দুষ্ট হাসি চোখে নেশার জাল বুনে, কামনার বিষ ঢেলে কত পুরুষ করেছে নষ্ট প্রেমের প্লাবনে। : নারী পুরুষ দুজনে মিলে পাপ পূর্ণের বোজা করে তুলেছে বারি, তবু পৃথিবীর বুকে ছলনাময়ী স্বার্থপরতায় শিষ্যে রয়েছে নারী। : স্বধীনতার দোহাই দিয়ে নারী পুরুষ কে করে নির্যাতন, নারী শাসিত সমাজ এসেছে বদ্ধ রবে না গৃহে তীব্র স্লোগান শোন। ০৯/০১/২০১৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।