পাগল মন
- সৌম্যকান্তি চক্রবর্তী
ওরে পাগল মন ...
শুনিস না রে তুই
মনের কথা তোর ,
তোর হৃদমাঝারে
ঢেউ উঠেছে ...
নাও ভাসারে মাঝদরিয়ায়
পালে
লাগল হাওয়া জোর !
তুই চলতে গিয়ে
ধাক্কা খেলি ...
লাগল দিলে চোট !
তুই দুনিয়াদারি
করতে গিয়ে
খেলি যে হোঁচট !
এখন ভাবের ঘরে
চুরি করে ,
আলোর দিকে ছোট্ !
মন পাগলের এ কি স্বভাব !
মন বোঝে যে তারই অভাব ,
এখন মনকে নিয়ে
থাক্ রে ভুঁয়ে ...
নিদ্রা থেকে ওঠ্ !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।