প্রেমে পড়বার মত একটা মেয়ে হবি তুই?
- বুলবুল আহমেদ - এই সেই তুমি আমি
:জানিস , আমার খুব ইচ্ছে হচ্ছে প্রেমে পড়বার আজ
প্রেমে পড়বার মত একটা মেয়ে হবি তুই?
: কী?কি বলিস তুই এই সব ?
:না! আমি নয়।আমার ভেতরে কেউ একজন ।
উদগ্রিব হয়ে আছে প্রেমে পড়বার জন্য,
তুমুল ভাবে প্রেমে পড়বার জন্য!
: তুই জানিস ,সে পথে অনেক যন্ত্রনা?
: না,জানিনা। আর জেনেই বা লাভ কি বল?
আমার মধ্যে এখন সিডরের মত আঘাৎ হেনেছে প্রেম।
হাটতে হাটতে কখন যে পেরিয়ে যায়
আমার মনের মেইন গেট
(সামনে কয়েক জনের জটলা পেকেছে কি নিয়ে)
কাউ কে নিয়ে ভাবতে ,আমার
খুব মনে ধরেছে
জ্ঞানের উদ্যানে ভরা প্রেম আমার
সারাক্ষন আমায় অস্থির করে তুলেছে।
আমার খুব ইচ্ছে হচ্ছে প্রেমে পড়বার আজ।
: বল তোর সত্যি করে ,কি হয়েছে? বল।
:না !আমার কিছুই হয় নি ।
আমার আকাশ বাতাসে বসন্ত এসেছে,বসন্ত !
দুর্মর বসন্ত !
চারদিকে কোকিলের ডাক
ফুলেফুলে তন্ময় হয়েছে আমার
শহর নগর গ্রাম।
:কী! কি ,বলিস কি তুই এই সব?
এখন তো তীর্ব শীত । চারদিকে শুধু
বিস্তর শূন্যতা।
গাছেগাছে চরম বিশন্যতা।
এই বেলা তুই বসন্ত কৈ পালি?
:না!এই দ্যাখ। আশি বছর আগের
প্রেম। জমা হয়ে কি হয়েছে আমার!
একেএক ভেঙেগেছে আমার বুকের
কাঠি
কন্ঠনালি গলা
প্রতিক্ষনে লক্ষ লক্ষ আমি !
আমার খুব ইচ্ছে হচ্ছে প্রেমে পড়বার আজ
প্রেমে পড়বার মত একটা মেয়ে হবি তুই...?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।