বিবেকানন্দ || এক মহামানব
- সৌম্যকান্তি চক্রবর্তী

আমি তোমার ভাবেই ভাবিত ,
তুমি তোমার মতই ছিলে ;
আমি তোমার স্বপ্ন দেখিনি ,
তুমি স্বপ্ন যা দিয়ে গেলে !

তুমি নবীন পথের দিশারী ,
জ্ঞানের আলোকবর্তিকা ,
আমি ভোগেই আছি মজে
দেখি না আলোর দিশা ;

তুমি আধুনিক তাও বলিষ্ঠ ,
আমি বুঝিনি তোমায় আজো ;
তুমি মহান চেতনানিষ্ঠ ,
তুমি সকলের মনে আছো !

যে পথ দেখালে তুমি ...
বুঝতে সময় লাগে ;
সে পথ অতি উজ্জ্বল ,
সেই পথে দেশ জাগে !

তোমার মধুর বাণী
তোমার জীবনাদর্শ ,
যুগ যুগ ধরে অমলিন
তাতে বিবেকের স্পৰ্শ !

সেই পবিত্ৰ পথে ...
আলোকবর্তী হয়ে
সর্বকালের শ্রেষ্ঠ মানব ,
রথ টানো নির্ভয়ে ,

বলেছিলে হে মানবশ্রেষ্ঠ ,
আক্ষেপে নিরানন্দ !
বুঝত আমার কথা ,
যদি হত সে বিবেকানন্দ ;


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।