বেকার জাতীয়প্রাণী
- ভ্রান্ত বিলাস - তোমাতে আমি

আমি
এখনো বেকার জাতীয়প্রাণী,
মা'র যে আঁচলে শৈশব কেটেছে
সেই আঁচল কেটেই বেঁচে থাকা,
উপার্জন প্রতিবন্ধী হয়ে আর কত প্রহর!
অর্থমূল্য শতক থেকে সহস্রে উত্তীর্ণ হলে
মৌসুম শেষে এবং stock clearance এ
ছাড়কৃত দোকানে নিজের চাহিদার সামর্থ হাতড়ে বেড়াই।
কাজী নজরুল ফিরে এলে
আমাকে মহান আখ্যা দিতেন নিশ্চিত
কিন্তু বুকে টেনে নিতেন না,
দারিদ্র কাব্যেই মহান হয়
বাস্তব জীবনে নয়।
তুঁমিও তো চুতিয়া দেখি
খাপ ধরে পরে আছো বেজির মতো।
তোঁমাকে তো চুমু আর বাতাস ছাড়া
কখনও খাওয়াইনি কিছু
তবুও কিসের আশায়!?!
জানি বলবে "মনের ঘরে বাস"
এটাও ভাবতে পারো
মাউন্ট এলিজাভেদ হাসপাতালে
যেতে না পারার ব্যর্থতা লুকাতেই
চুমু খেয়ে ফুসফুসুর চাপ বাড়াচ্ছি।
দাঁতালো পেরেক,তালি দেয়া জুতো
তোঁমাকে অনেক কথাই বলে,জানি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।