বিষাদকম্প
- রুহুল আমীন রৌদ্র

তুমি কি জানো ? কতটা বিধ্বস্ত বিরানভূমি,
বুকের সভ্যতা ?
পার তো আর একবার বুকের চরে পদচিহ্ন মাখো,
ধসে যাওয়া হৃদস্তুপে রিখটার স্কেলটা ধরো,
দেখবে, তোমার ছলনার বিষাদকম্প,
কোটি মাত্রা টপকে যাবে এখনও !
দোহাই, অধিকারের প্রশ্নে ,
স্পর্শ করতে এসো না ফের,
মহাপ্রলয় ঘটে যাবে , এ গ্রহটি !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।