রঙা রক্ত
- মৃৎ মাহমুদ
মানুষ স্রোতে ভাসে,
তথাকথিত নিয়মিত শৃঙ্খল স্রোত ;
ভাসালে ভাসে, চেপে ধরলে ডুবে যায়
মানুষ ভেসে যায় ।
একেক ঋতুতে একেক স্রোতে ভাসে
তৃষ্ণায় রক্ত খায় স্বজাতির ।
ধর্ম, বর্ণ, সমাজ, রাজনীতির
নানান স্রোতে ভাসে
রং দেখলে রামধনু ভেবে জাপটে ধরে,
ভাসে রক্তের স্রোতে-
রং মনে কোরে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।