নীতি
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

নীতিতে প্রীতি নষ্ট
নীতিতে ঘটে বিচ্ছেদ,
নীতিতে ন্যায্য হারায়
থাকে সদা ভেদা-ভেদ।

নীতিতে প্রিয়জন বেজার
বেজার আপন বন্দু গন,
নীতিতে শত্রুতা বাড়ে
দুরে সরে যায় স্বজন।

নীতি কথা তিক্ত অতি
নীতি অগ্নি শিখা,
স্বার্থের টানে সবাই করে দূর্নীতি
কেউ মানেনা নীতির নির্দেশিকা।

তবু, নীতিই মোরা মানতে হবে
আপন নয়তো পরের স্বার্থে,
নীতিতে রাজি স্বয়ং বিধাতা
নীতিবান মুগ্ধ নীতিতে।

বিপদ যতই আসুক, তবু-
ছাড়া যাবেনা নীতি,
নীতি হলো স্বর্গের দ্বার
নীতি সততার গতি।

নীতি হলো মানব ধর্ম
নীতি মনুষ্যত্বের পরিচয়,
যুগে যুগে হয়ে আসছে
ন্যায় নীতিরই জয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।