বিরহ
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

বহু দিন পরে,স্মৃতির বাঁধন ছিঁড়ে
মনে পড়লো এই ক্ষণে,
কোথায় আছো, কেমন আছো
ভাবছিলাম তাই মনে।

হয়তো, সৃষ্টির মহা আনন্দ উল্লাসে
মেতে আছো, জীবন সাথীর বুকে,
স্বপ্ন যত করছো পূরণ
আছো অনাবিল সুখে।

হয়তো তোমার স্বপ্নের রাজ্যটা
বাস্তবে তুলেছো গড়ে,
আজ তোমার রজনী কাটে
নিত্য নব কামনার বাসরে।

আজ তুমি মহা রাণী
তুচ্ছ হয়েছি আমি,
তোমার বাগানের প্রতিটি ঝরা ফুল
সেতো,আমার চেয়েও দামী।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।