ভবের মায়া
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

যেতে নাহি চাহে মন
তবু যেতে হবে,
ভবের মায়া বুকে লয়ে
টিকেছে কে কবে ?

আসা-যাওয়া, ভাঙ্গা-গড়া
জয়ের পরে ক্ষয়,
এলাম ভবে,যেতে হবে
মধ্যে অভিনয়।

নাট্য মঞ্চের রঙ্গ খেলায়
যে জন হল জয়ী,
সেও চলে যেতে হবে
নহে চিরস্থায়ী ।

যাহার লাগি কেঁদে মরি
সেতো আমার নয়,
রঙ্গ মঞ্চের- রঙ্গ সঙ্গী
ক্ষণিকের পরিচয় ।

আপন ঠিকানায় যেতে হবে
যে বা যেবার পথে,
রবেনা কেউ, হবেনা কেউ
যাবেনা কেউ সাথে ।

জম্মিলেই মরিতে হয়
এইতো রীতি ভবে,
ভবের মায়া বুকে লয়ে
টিকেছে কে কবে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।