সারথি
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

সারথি, দেহের তীরে থাকবে তুমি, এ নহে মোর আরতি,
শুধু, সুপ্ত হৃদয়ে থাক তুমি, হয়ে গুপ্ত প্রেম-রতি।
নিশি ক্ষণে নাইবা পেলাম, তোমার দরশন,
দিবালোকে দিও খানিক, স্নেহের পরশন ।
আমার আশা ভালবাসা হোক না মরিচীকা,
যেন, তোমার ঘরে নাইবা জ্বলে, অন্যের দ্বীপ শিখা ।
তৃষ্ণা আমার নাহি মিটুক, প্রেম-তৃষ্ণার জলে,
বাড়ে না যেন অন্যের তৃষ্ণা, তোমার মায়ার ছলে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।