চ ছ জ ঝ ঞ
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
চ= চঞ্ছলা চোখে চেয়ে চেয়ে, চলেছি স্বপ্নের দেশে,
চিন্ন করি আত্মার আত্মীয়, মজিলাম মজনু বেশে ।
ছ= ছলনার ছলে,ছায়া ছেড়ে দাঁড়ালে, পড়ে আছে ছাই,
ছেয়ে গেছে আঁধার, সর্বদা হাহাকার,সুর মূর্ছনায়-নাই কিছু নাই ।
জ= জখমে জমেছে জ্বালা, জগতের যত বালা, জম্মিল মোর লাগি,
জীবনের জয় জব্দ, ঘুমন্ত পৃথিবী-নির্বাক শব্দ,যমদূত আছে জাগি।
ঝ=ঝকমারি ঝাঁ ঝাঁ, ঝনাৎ ঝনাৎ ঝঞ্ঝা, হেরিয়া-সুর,কবিতা-গান,
ঝন ঝন ঝংকার, ঝড় ঝাপটা অন্ধকার, ঝিমিয়েছে দেহ-প্রাণ ।
ঞ=মিঞা বাড়ির মিঞা, যায় সদা যাচঞা, তুলিয়া দু’হাত,
এমন জ্বালা কভু, দিয়োনাক প্রভু , করি মোনাজাত ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।