ওরা নারী নয়!
- বুলবুল আহমেদ - অসাপ্ত মন্তব্য
ঐ পথে হেটো নাকো যুবক!
ওরা পাথর ,ওরা পাথর নিমিত্ব কিছু একটা!
কংক্রিটের দেওয়ালে আঘাৎ হেনে তুমি কি পাবে?
ওখানে হৃদয় নেই ,ওদের কারো হৃদয় নেই
ওরা নারী নয় ,ওরা নারীর আদলে গড়া!
অসুস্ত সভ্যতার স্বয়ংক্রিয় সৃষ্টি, ওরা কথা দেবে
কথা কিন্তু রাখবে না।
ঐ চোখ যত গভির হোক , চোঁখে চোঁখ রেখ না
ঐ দুচোঁখ জ্বলে যাবে ওখানে হৃদয় রেখ না পুড়ে যাবে,
ওরা নারী নয় ওখানে হৃদয় নাই ।
ওখানে এখন কোন সূত্র প্রয়োগ চলবে না
ওরা নিপাতনের সিদ্ধ সন্ধির মত
ওরা নারী নয়
ওরা নারী নামের প্রলংকরী ঘূনি ঝড়!
ওরা নারী নয় ওখানে হৃদয় নাই
ওখানে হৃদয়ের লেনদেনের স্থান নাই
গত আলেচনার জন্য দূ:খ্য আছে
ওরা মহা উৎসবে মেতে আছে হৃদয় ভাঙার খেলায়
ওখানে নারী নেই, ওরা নারী নয় ।
ঐ পথে হেট না যুবক
ওরা নারী নয়
নারীর মত নারী ওখানে নাই
ওখানে নারীর হৃদয় নাই ওখানে ওরা আজকের সভ্যতার সংকট
ওখানে আজকের নারী ও নারীত্বের মহাসংকট
ওরা নারী নয়!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।
১২-০৩-২০১৬ ২১:০৫ মিঃ
saif vai,আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবান।আপনি জানতে চেয়েছেন এক পাক্ষিক হয়েগেল কিনা?আমার মনে হয় এক পাক্ষিক হয়েছে। যেখানে সভ্যতার এত কাছাকাছি আমরা । একটু খেয়াল করলেই উত্তরটা পাওয়া যাবে
আমাদের সামাজের ব্যস্তব চেহারায়। তবে পুরুষই যে ভাল তা কন্তিু আমি বলিনি।Irin_Akter
2016-01-23 17:50:06
তাহলে আপনার মতে কারা নারী কবি??
Irin_ আপার প্রশ্নটা অনেক পাসঙ্গিক হয়ে উঠেছে।
আমার মতে তারাই নারী যাদের নামের সাথে মিল আছে।যেখানে হৃদয় নামক একটা জিনিস আছে।যাদের আছে নারিত্ব।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।