Chora
- আলী আহমদ

===কলম
>>>>আলী হাফিজ
.
কলম সেতো দাগ কেটে
যায়
মনের ভেতর
আবার কলম গড়ছে
কতো
দূরের খেচর
.
নিত্য সত্য বন্ধু হলো
আমার কলম
ব্যথার বেলায় কলমই
তো
হৃদয় মলম
.
আমার দুঃখে কলম
কাঁদে
সকাল সাঁঝে
তাইতো তারই প্রণয়-
বীণা
হৃদে বাজে
.
দয়াল কলম বন্ধু সবার
যাক হয়ে যাক
কেবল তাহা অন্তরঙ্গ
থাক হয়ে থাক


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৩-০২-২০১৬ ১৪:৫১ মিঃ

বাহ! বেশ ভাল শুভেচ্ছা জানবেন।