কখনো তার হাতটিও ধরিনি
- রুহুল আমীন রৌদ্র
কতোদিন কতো কাল আবর্তিত দু'জন,
ভাবনার একই কক্ষপথে,
দৃষ্টির নিরব সূর্যলোক ফেলেছি,
লাবণ্য অর্ণবেতে ।
তবুও একটিবার হয়নি আজো,
হাতটি ধরে চলা,
কোমল অধরে পরশ মেখে,
সুখের পাখনা মেলা।
সে আশার মুকুট আজ
চির বিলীন,
জীবনের অসমাপ্ত প্রত্যাশা
পূরিবে না কোনদিন।
তবু কেন ভুলি ভুলি,
ভুলা যায় না তারে,
নিরব বাঞ্ছা লুকিয়ে রাখি,
মৃত অন্তরে ?
---০---
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।