জয়দেবের কেন্দুলি..
- সৌম্যকান্তি চক্রবর্তী
কাকভোরে স্নান সেরে ,
সূর্য প্রণাম করে ,
বাউল গানের সাথে
কীর্তন জুটি বাঁধে ;
বিস্তীর্ণ প্রান্তর জুড়ে
কত লোক কত ভাবে ,
অর্থের প্রয়োজনে আসে ;
আর খাদ্যের অভাবে !
দলে দলে লোক জন
আসে , বাস ভরে যায় ;
শ'য়ে শ'য়ে খালি পায়ে ,
পুন্য লাভের আকাঙ্খায় !
কেউ বা তিলক কাটে ,
কেউ হাত পাতে;
প্রতিবন্ধী অনেক আছে
ঠাকুরের ছবি হাতে !
আছে কত বিপণি ,
রকমারি লোভনীয় ;
খাদ্যের সম্ভার ,
মিষ্টান্ন , আদি অতুলনীয় !
সবে মিলে জমজমাট
জয়দেবের কেন্দুলি ,
বিশ্বাস , ভক্তি আর
হরিপ্রেমের গলি !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।