মিথ্যে প্রেম
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
যে প্রেম শিখা
শুধু মরিচিক
তারে বুকে লয়ে
যাচ্ছ কেন ক্ষয়ে।
যার নেই আলো
তারে কেন জ্বালো
অগ্নি-তুষ রূপে
বিলিন চুপে চুপে।
ছলনা আর হেলা
ইদানিং প্রেম খেলা,
আইয়ুবের রহিমা
নেই সেই মহিমা।
ত্যাগ হীন ভোগ
অনায়াসেই বিয়োগ,
নব নব সঙ্গ
মূল প্রেম ভঙ্গ।
অর্থ আর দাপটে
অচিরেই প্রেম রটে,
হৃদয়ের মর্ম কথা
আনে বিরহ ব্যথা,
স্বপ্ন যেন ছাই
প্রেম বলে কিছু নাই।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।