বিদায়ী বিলাপ
- অনির্বাণ মিত্র চৌধুরী

এলো সে ক্ষণ
বিদায় লগন
চুপিচুপি দাঁড়ায় শিয়রেতে
সামলে রাখি
আবেগী পাখি
পাষাণ পিঞ্জিরায় কোনমতে।
জমা অভিমান
তবু পিছুটান;
চাইলেও পারি না ফেরাতে
স্মৃতি অম্লান,
নিচুগলায় গান
গাওয়া হবে না একসাথে।
চলে যাবি তুই
নূতন বিভূঁই
খুঁজে নিবি অন্য ঠিকানা
হয়ে যাবি পর
বিষণ্ণ প্রহর
বিরহী এ মন তো মানে না।
যাস যেখানেই,
থাকিস যতনেই
রইলো একরাশ শুভকামনা
মাতিয়ে রাখিস
গুছিয়ে আঁকিস
আপন সুখের আলপনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।