৯ জৈষ্ঠ্য
- তানজির উদ্দিন - ছুঁ ছুঁ

মন্থরেতে আসিল ফিরি এই ক্ষণ
ভাবনার কূল হারিয়া অগণন|
এই ক্ষণে
কোন আভরণে
সে প্রহেলিকায়,
এই ক্ষণে
কে গেয়ে গানে
সে প্রহেলিকায়-
নিরন্তরত মূতি জাগিল খেলাচ্ছলে
দিন তাই স্মরণে রাখিলুম তারে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।