নয়নজলে ভেসে গেছে
- সূর্য মুহাম্মাদ জান - মহাবিদ্রোহী

নয়ন জলে ভেসে গেছে আমার প্রেম-ভালোবাসা
শূন্যতার চাহনিতে শেষ হয়ে গেছে সকল আশা ভরসা ।
এখন আর আমার কিছুই নেই
আছে শুধু দূর্দশা আর হতাশা
আজ আমি বড় অসহায়,
হয়ে গেছি সর্বহারা
নয়ন জলে ভেসে গেছে আমার প্রেম-ভালোবাসা ।

নিরবে দুফোঁটা নয়নবারি ঝড়ে
নিরাশার চাহনিতে চেয়ে রয় শুধু নিসীম শূন্যে
হূয়া প্রাঙ্গণ আজ ফেটে চৌচির হয়ে গেছে
বৃষ্টি নেই----প্রেমবৃষ্টি হেথা আর ঝড়ে না
অবাক যন্ত্রণার নিলীমে আজ মরু উদ্যান এ হূয়া ।
নয়ন জলে ভেসে গেছে আমার প্রেম-ভালোবাসা
শূন্যতার চাহনিতে শেষ হয়ে গেছে সকল আশা ভরসা ।

আজ আমার চারপাশে ব্যর্থতার রুক্ষ কালো কুয়াশা
চোখের জ্যোতি বড়-ই ক্ষীণ হয়ে গেছে
শুধু তোমাকে কত দিন হলো দেখি না বলে,
বুকের পাজরে আছ বড্ড ব্যথা লাগে
এত ব্যস্ততার ভিড়ে এত কোলাহলেও
কেবল আমিই নিরব রইলাম হয়ে আনমনা ।
নয়ন জলে ভেসে গেছে আমার প্রেম-ভালোবাসা
শূণ্যতার চাহনিতে শেষ হয়ে গেছে সকল আশা ভরসা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।