পাখি উড়ে যা …
- সৌম্যকান্তি চক্রবর্তী

যা পাখি উড়ে যা …
একটা আকাশ দিলাম তোকে
উড়ে ফিরিস দিগন্তটায়
দেখে যাস এই উপত্যকাকে !

খুঁজে নে তোর অন্য ভালোবাসা
বেছে নিস সঠিক কোনো আশা ,
ফিরতে পারিস আমার দরজা খোলা ;
ঘুরে আসিস ওরে তুই পথভোলা !

তুই বহু দিন বন্দী শিকলে,
প্রাণ খুলে নে মুক্ত আলোর স্বাদ ;
মুক্ত বাতাস মুক্তির বিনিময়ে ,
পড়ল আমার ভালোবাসা বাদ !

তুই গাছের ডালে বাসা বাঁধিস ,
মাটিকে যাসনে ভুলে !
এই মাটি যে তোর ভালোবাসা
রাখিস সে পথ খুলে !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।