আজ কেঁদেছো তুমি
- রুহুল আমীন রৌদ্র

আজ কেঁদেছো তুমি,
পাহাড়ি ঢল নামা ঝর্ণার মতো অসমাপ্ত বহতায়,
বেলার শেষে কোন অক্ষটীর ফাঁদে আটকে,
ডানার ভাঙা আহত পখির মতো।
এ বুকে জমে থাকা আহত বেদনার নীহার,
আজ বুঝি ছুঁয়েছে তোমার
দাম্ভিক লোচন।
আজ কেঁদেছো তুমি,
ফেলে আসা দিনের বেদনা কুড়িয়ে,
শুধু আমায় মনে করে।
জানি তুমি জানো, ভাল করে জানো,
আমি আজ মৃত !
তবে কেন কাঁদো ?
জেনে রেখো, আমি আর জাগবো না,
তুমি কি পারবে মরণকে বরণ করতে ?
যদি পারো, তবে এসো,
এ পথের শেষ প্রান্তে আমায় পাবে।
----০---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।