দৃষ্টি ভঙ্গি
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
সুন্দর দৃষ্টিতে সবই সুন্দর
ভাল মনে মন,
ভাল খেয়ালে কর্ম ভালো
সততায় উত্তম জীবন।
নীতিতে পরম স্বাধীনতা
প্রীতিতে পরম সুখ,
ব্যবহারে পরিচয় ভালো
লেনদেনে চিনে মুখ।
বিপদে বন্ধু চিনে
স্বার্থপর সুখেতে,
কালোতে আলো খোঁজে
ছায়া খোঁজে রোদেতে।
হারালে মায়া বাড়ে
পেলে বাড়ে আশা,
অফুরন্ত থেকেই যায়
স্বপ্ন-ভালবাসা।
সসীমেই সমাধান মিলে
মিলে স্বার্থকতা,
অসীমেই অনুশোচনা
শুধুই ব্যর্থতা।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।