মা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
জম্মের পরে হৃদয় ভরে করেছি যা জব্দ,
সবচেয়ে সুন্দর তর,মধুর তম,মা নাম এই শব্দ।
বিশ্বে যা কিছু সুন্দর,যাহা কল্যাণ গামী,
আমার মায়ের পদ ধুলি তাঁর চেয়েও দামী।
বিশ্বের যত সুখ,প্রেম-মায়া আনন্দ রাশি,
তারও অধিক শান্তি যোগায় মায়ের মুখের হাঁসি।
যাহার প্রেমে মুগ্ধ হৃদয়,বিরহে আর্তনাদ,
সেই মায়েরই পদ তলে,আমারই জান্নাত।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।