মোনাজাত
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

(‘আশ্রয় চাহি আল্লাহর,যেন শয়তান দূরে রয়,
শুরু করিলাম আল্লাহ্‌র নামে,পরম করুণাময়’)

করি প্রশংসা মোরা এক মাত্র যার,
সেতো শুধুই জগৎ সমুহের পালন কর্তার।
ওগো মহা দয়াবান পরম করুণাময়,
তুমি মোদের বিচার দিনের মালিক মহোদয়।
আমরা তোমারী শুধু গাহি গুণ গান,
করি প্রার্থনা,দাও মোদের বাঁচার অনুদান।
সাহায্য চাহি তোমার,প্রতি দিবা নিশা,
যে পথে তুমি আছো,দাও সে পথের দিশা।
যাদের করিছ অনুগ্রহ দান,চালাও মোদের সে পথে,
তাঁদের পথ নয়,যারা অভিশপ্ত,চলিছে ভ্রান্তিতে।।

( অনুবাদঃ সুরা- ফাতিহা )


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।