ধর্ম যার যার
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১০-২০২৪
(‘আশ্রয় চাহি আল্লাহর,যেন শয়তান দূরে রয়,
শুরু করিলাম আল্লাহ্র নামে,পরম করুণাময়’)
বল হে, অবিশ্বাসীগণ,
আমি করিনা তাঁর উপাসনা----------
যার উপাসনায় করছ তোমরা আত্মসমর্পণ।
তোমরাও নহে তাঁর উপাসনা কারী,
যার উপাসনা আমি করি।
আমিও উপাসনা কারী নই তাঁর,
উপাসনা করছ তোমরা যার।
আর, যার উপাসনা আমি করি,
তোমরা নয় তাঁর উপাসনা কারী।
তোমাদের ধর্ম শুধু তোমাদেরই হোক,
আমার দ্বীন হতে আমি কভু,হবনা বিমুখ।।
( অনুবাদঃ সুরা> কাফেরুন )
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।