আমার বাংলা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১০-২০২৪
দেখিনি রোম-পারস্য,ব্যবিলন,ভূ-স্বর্গ-কাশ্মীর,
দেখিনি আগ্রা,নায়েগ্রা,পিরামিড,চীনের-প্রাচীর।
দেখিনি হিমালয়,কুতুবদিয়া,মরুর-সাহারা,
টেমস নদীর তলবন্ত,উপরের স্রোত-ধারা।
দেখেনি তবু,দেখিবার সাধ,হৃদয়ে নাহি জাগে,
যখনি দেখি,বাংলা মায়ের মুখ,দৃষ্টি-অনুরাগে।
ভাইয়ে-ভাই যত,মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান,
কাঁধে-কাঁধ রেখে,একি সুরে গাহি,সাম্যের গান।
ঘুম ভাঙ্গে ঐ আযানের ধ্বনি,ফুঁকারে মুয়াজ্জিন,
পায়ে-পা লেগে,নামাজে দাঁড়াই সব মুসলেমীন।
মন্দির-ক্যাং-গির্জা জুড়ে,সদা হয় পূজা-উপাসনা,
বাংলার তরে বাঙ্গালী মোরা,ত্যাজিয়াছি হিংসা-ঘৃণা।
এই ভাষা-মাটি রক্তে কেনা,লাখো শহীদের দান,
এই মাটিতে মিশে আছে,শ্বাস-নিঃশ্বাস,হিয়া-প্রাণ।
বাবার শাসন,মায়ের হাসি,ভাই-বোনের স্নেহ,
পেয়েছে কি?ভুবন খুঁজে,এমনি করে আর কেহ।
এখানে দেখি,কৃষাণ-কৃষাণী,শস্য-শ্যামল হাসি,
ব্যথা যত ভুলে যাই আমি,সবুজের ছায়ায় বসি।
সবুজে ঘেরা বাংলা আমার,স্বর্গের চেয়েও দামি,
ভাগ্য আমার,এই মাটিতেই,জন্মিয়াছি যে আমি।।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।