সর্বোত্তম অবয়ব
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১০-২০২৪

(‘আশ্রয় চাহি আল্লাহর,যেন শয়তান দূরে রয়,
শুরু করিলাম আল্লাহ্‌র নামে,পরম করুণাময়’)

শপথ- আঞ্জীর ও যয়তুন বৃক্ষের
এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের।
এবং নিরাপদ নগরী মক্কা-মদিনা, তবে------
আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে।
অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি,নীচ থেকে নীচে-
(যৌবনের যত রূপ-রস,বার্ধক্য নেয় চুষে)।
কিন্তু, যারা করেছে বিশ্বাস স্থাপন,সদা-সৎ কর্মকার,
তাঁদের জন্য রয়েছে অসীম ও অশেষ পুরুস্কার।
অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ মহাপ্রলয়ের দিন-ক্ষণ ?
আল্লাহ্ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন?

(অনুবাদঃ সূরা--ত্বীন)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।