একটি চিঠির অপেক্ষায়
- ফয়েজ উল্লাহ রবি
তারপর, মাঝ খানে কেটে গেল অনেক গুলো বছর--
রেশমী সুতায় হাতে বুনা সোয়েটারটার রং জ্বলে গেছে কবেই।
ভাঙ্গা সিরামিক কাপে, এখন চা পান করি
ক্যালেন্ডারটার সাড়ে তিন মাস, পাতা উল্টানো হয়নি।
দেয়াল ঘড়ির ব্যাটারি নেই, অনেক দিন ধরে।
আকাশ আজও নীল, বদলায়নি একটুও
শুধু তুমি অনেকটাই বদলে গেলে।
সেই যে গেলে নাওনি আর কোন খবর
ভালবাসার দিয়ে গেলে কি কবর ?
তোমার প্রতীক্ষায় কাটে আমার প্রতিটি প্রহর
আসবে ফিরে, তুমি আসবে এইতো বলে মন,
তোমার দেখা পেতে, খুঁজেছি কতো নগর বন্দর
ঠিকানা তোমার আজ কোন সু-দূরে, পাইনা কেন দেখা ।
চিঠি দিও, জানান দিও, কেমন আছো
জানিয়ে দিও, আমি আছি আজও, তোমার মন প্রাণ জুড়ে।
পোষ্ট অফিসের পিয়ন, পোষ্ট মাস্টার, ঘুমিয়ে ঘুমিয়ে
কাটিয়ে দেয় বেলা, চিঠির নেই আগের মতো ! হয় না চিঠির মেলা।
সেই আমি অপেক্ষায়.......একটি চিঠির
আজও আসেনি সেই দিন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।