এখন কেন কাঁদো
- রুহুল আমীন রৌদ্র
এখন কেন কাঁদো,
যে পুষ্প ফুটিয়েছিলাম পবিত্র ভালবাসায়,
এখন তাতে মেখেছো গরল মধু, মিশ্র অস্তিত্ব,
মিশ্র ভ্রমর।
অবহেলায় দাম্ভিকতায় পিষে মেরেছো,
আমার পবিত্র ভালবাসা।
আজ তুমি মুকুটহীন সম্রাজ্ঞী,
জলন্ত সিগারেটের শেষাংশ,
এ্যাসট্রেতেই যার শোভা মেলে।
এখন কেন কাঁদো ?
কেন ফের পিছু ডাকো ?
আমি তো আজ বেদনার মাল্য গলে সন্ন্যাসিনী,
এটুকুও কেড়ে নিতে চাও ?
তুমি ছিলে মোর প্রথম প্রেম, প্রথম স্বপ্ন,
সরল মনে তুমিই তো গরল ঢালো বারংবার।
কালের জীর্ণতা মুছে আসো,
দাম্ভিকতার গরল পুঁড়িয়ে দিয়ে, সরলতা নিয়ে আসো,
এখনও আমি তোমারই প্রতীক্ষায়।
---০--
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।