চলো যাই
- হোসাইন মুহম্মদ কবির

তোমায় নিয়ে যাবো দূর অজানায়
শত বাধা পেরিয়ে,
স্বপ্নের দেশে দু'জনে ভালোবেসে
চলো যাই হারিয়ে।
:
তোমার জন্য ছেড়েছি রাজ্য
ধরেছি এই হাত,
তোমার বুকে মাথা রেখে না হয়
কুঞ্জবনে কাটাবো নিশিরাত।
:
স্বর্গসুখের স্বাদ নেবো
প্রেমের নীল আকাশে উড়ে,
শান্ত হবো তোমার আলিঙ্গনে
তৃপ্ত প্রেমে ভালোবাসার নীড়ে।
:
এ ভূবনে বাসনা আমার
চাই যে শুধু তোমায়,
কভু ভুল বুঝে যাবেনা চলে
কথা দাও করবে না নিঃস্ব আমায়।
:
জাতিকুল গরিব ধনী নেই ভেদাভেদ
হয়না প্রেমের বিধান,
প্রেম যে অন্ধ উন্মাদ মাতাল
বোঝেনা সে দিন কুলমান।
:
তোমার জন্য সহস্র জীবন
ধরতে পারি বাজি,
দূর অজানায় চিরো সঙ্গী হবো
তুমি যদি হও রাজি।
:
স্বার্থহীন বাসবো ভালো
মানবো না কোন বাধা,
এ যুগে নতুন প্রেমের ইতিহাস হবে
মানবে হার সে যুগের কৃষ্ণরাঁধা।

০২/০২/২০১৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।