বিশ্বনন্দিনী বাংলা মা
- রুহুল আমীন রৌদ্র

ওগো বিশ্বনন্দিনী বাংলা মা,
আমি বিভোর তোমার রূপ দেখে,
এতকাল পর বুঝতে পেরেছি,
তাঁরা কেন মরেছিল হাসিমুখে।
কেন এতো বীর উঁচিয়ে শির
অবিনাশী দর্পভরে,
ঢেলেছে বুকের তাজা রক্ত,
বজ্র কণ্ঠসুরে।
তোমার ওই রূপের সুধা,
মেখেছি বুকের পাঁজরে,
আমি আজ মু্গ্ধ ধন্য
চিরতরে চিরতরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।