ইচ্ছের দাগ ...
- সৌম্যকান্তি চক্রবর্তী

এমন করে ইচ্ছের দাগ ধুয়েছি ভালোবাসায়
মনের সাথে কথা বলি,বিষাদ আমায় কাঁদায়

সুখের খোঁজে ঘর ছেড়েছি , সে সুখ মেলেনি কখনো !
দুঃখ ছিল রাস্তার বাঁকে , সাথে চলেছে সে এখনো !

ঝিমিয়ে পড়েছে এ মন তবুও এ তো ফুলের মত ,
এখন তুমি প্রেম দাও বা দাও কাঁটার ক্ষত ;

তোমার পরশে আবেশ জাগে , মুখরিত আমি মৌন ,
জগত্ আমায় করে অনুযোগ , এই আচরণ গৌন !


(অনুবাদ কবিতা)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।