শেষ বিকেলের ট্রেন
- শিমুল আহমেদ

এই পথে একদিন পথ ছিলনা,
এখানে জনপদ ছিল
কোন প্রেয়সির মতো
প্রিয়তম, নিঃশব্দ, নিবিড় চুম্বন
অাজ এই পথ প্রতীক্ষীত
কোন ক্ষত বিক্ষত হৃদয়,
এই পথ হৃদয়ের মানচিত্র
হয়ে গেছে।


অামি একদিনএই পথের পাশে
অপসৃয়মান প্রতীক্ষায় থেকেছি
শেষ বিকেলের ট্রেনে কেউ অাসবে,
অামার মত হয়ত
অামার পূর্বেও অন্য কেউ।
এ পথে অনেক প্রতীক্ষারা
অভিমানে মৃত্যু বরণ করেছে,
কিছু কিছু প্রতীক্ষমান
এই পথের পাশেই স্বর্গবাসী
তবুও শেষ বিকেলের ট্রেনে
কই কেউতো অাসেনি!


এ পথেই একদিন
গোপিনাথ থেকে
শেষ বারের মতো
পুরোহিত হরিচরণ
গোসাইস্থল ফিরেছিলেন।
হরিচরণ, চক্কোত্তি, ভট্রাচার্য
অার রাজ্জাক মাষ্টারের মতো
অামিও একদিন ফিরবো
অামার অাদিম অাশ্রয়ে।


একদিন অামারও পথের
প্রতীক্ষা ফুরাবে,
প্রয়োজন ফুরাবে,
মৃত প্রতীক্ষাগুলো পথের ধূলোয়
কল্পনার দুচখ মেলে
তবুও প্রতীক্ষা করবে
কখন অাসবে
শেষ বিকেলের ট্রেন
এবং তুমি।


১৪/০৫/২০০৬ইং
ইমাম বাড়ি, রেল ষ্টেশন
কসবা, বি. বাড়িয়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।