আয়নার আবরণ
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১০-২০২৪

চারপাশ তোমার ঘেরা,দিয়ে আয়না,
তোমারে তুমি ছাড়া,কিছুই দেখা যায়না।
যে দিকে তাকাও শুধু,দেখ ছবি তোমার,
তোমার মতোই ভাবো সব,বাহির দেখনা আর।
তুমি ভাবো ভিতর-বাহির,তোমারই মতো,
আয়নার আবরণ ঘষে দেখো,স্বচ্ছ কাঁচে যত।
তোমার মতো তুমিই শুধু,নহে অন্য জন,
বস্ত্র হারা,অভুক্ত-ভিখারি,আছে অগনন।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।