পূজারিণী
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১০-২০২৪

তোমার অন্তরাত্মা যাচে সদা,পূজা গুন-গান,
তাই তোমার মণ্ডপে,নিত্য করি প্রেম-বলীদান।
প্রেয়সী তুমি,গ্রাসিয়াছ মোর সর্ব সীমানা,
অবোধ,অনাথ-অবলা করে,ভুলায়েছ ঠিকানা।
মন-প্রাণ,যৌবন,দিয়েছি সব উৎসর্গ করে,
চির অভুক্ত তুমি,তোমার ক্ষুধা নাহি ভরে।
তোমার চাওয়া যত-
সাধ্য নেই মোর তত,
ওগো পূজারিণী------
প্রেমের দায়ে দেনা,আমি চির ঋণী।
কোন সে নেশায় মাতাল--------------
কামনা ব্যাসার্ধ তোমার,আকাশ-পাতাল।
যেন তুমি জলধি রাজ,সমুদ্র-সম,
স্থলের মতই চারিধার,গ্রাসিয়াছ মম।
দিবা নাই,রাত্রি নাই-নাই লাজ-লজ্জা,
পূজা-প্রসাদ-ফুল,চাহ আলোক-সজ্জা।
তুমি দেবী,তুমি লোভী,বুঝনা নর-মন,
বুঝনা দুর্ভিক্ষ-অভাব,যাচ অগনন।

তুমি ভিখারিনির মতন,
আমারি অনুগ্রহে ঘটে অভাবের পতন।
আমি দাতা,প্রেম বিলিয়ে ভাঙ্গি তোমার মান,
তুমি বল,তুমি জয়ী,গাও সফলতার গান।

প্রেম কভু হয়না,দিয়ে একক দায়,
প্রেম-পূর্ণ-পরস্পর,যদি থাকে সমবায়।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।