পরক্রিয়া
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১০-২০২৪

নারী তুমি পরোনা আমার প্রেমে,দিওনা তোমার মান,
আমিও এক নারীর বাহুতে আবদ্ধ,তার স্বপ্ন-প্রাণ।
আমি মন্ত্র-তান্রিক,যাদুকরী,আমি শয়তান,
যত ক্রোধ,অশালীন-বদ,লুকিয়ে ধরি-সাধুর ভান।

আমার মিষ্টি কথার ছলে,
তোমার হৃদয় যেন না টলে।
আমি উন্মত্ত-ভোগে মত্ত,নারী সুবাসে মাতাল,
আমি শিকারী,পেলে ছোবল মারি,বিচরণ আকাশ-পাতাল।

বুঝে শুনে দিও তোমার হদয়পট,
নইলে মহাকাল ধরে যন্ত্রণায়,করিবে চট-পট।

কামুক আমার মন------
কামনা মাগি অগণন,
দেখনি আমার ভিতরের পশু,দেখেছো দেবতা-হাঁসি,
এ হাঁসি পুঁজি করেই,কত সম্ভ্রম,নিয়েছি যে গ্রাসি।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।