মিথ্যে মায়া
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১০-২০২৪
জীবনের তরে, কেন এত মায়ারে?-
সেতো ক্ষণিকের লাগি,রহিয়াছে জাগি,
নিথর করে,যাবে তোরে ছেড়ে।
তার ছল-ছায়া,করিস মিথ্যে মায়া-
যেদিন হবে আঁধার,সে থাকবেনা তো আর,
ডুববে যবে খেয়া,সে ছাড়বে তব কায়া।
জীবনের লাগি,কেন হস দাগি-
তোরে করিয়া আঁধার,সে দেবে পারাপার,
ওরে অভাগি,কেন যাস স্বপ্ন যোগী।
কেন তার প্রতি,করিস মিনতি-
বাস্তব ত্যাগী,কেন যাস রাগি,
তার অদৃশ্য গতি,কেড়ে নেবেই তোর জ্যোতি।।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।