আমিত্ত্ব
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১০-২০২৪

এক বিন্দু নাপাকী আমি
এক খণ্ড মাটি,
সদা বায়ুর মুখাপেক্ষী
হৃদয় ঋণের ঘাঁটি।

রক্তে মাংশে গড়িয়া প্রভু
নাম দিয়েছেন মানুষ,
যদি মোর না থাকে হুশ-
তবে আমি কিসের মানুষ ?

যদি বা না রাখিতে পারি
বিবেগের অবদান,
তবে আমাতে আর পশুতে
রইলো কি আর ব্যবধান ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।