অস্থিরতা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১০-২০২৪
নয়নে নিদ্রা নাহি,যৌবন-কলতানে-
আসক্তি-স্রোত উদ্বেলিয়া চলিছে উজানে।
মিশিতে চাহে তরঙ্গ,নিরব মোহনায়,
পথ সমুখে বাঁধার পাহাড়,সর্ব সীমানায়।
এই ভাবে যায় দিন,কাটে রাত কত,
সঙ্গী আমি খুঁজে মরি,আপন মন-মতো।
নত নহে রতি-
অস্থির মিনতি-
প্রেম খুঁজে প্রিয় মন,প্রিয়ার সান্নিধ্য----
মনের মিলনই যেন,প্রেমের পরম খাদ্য।।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।