আশা-হতাশা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১০-২০২৪

এক মাঘে কভু কি,ফুরায়েছে শীত,
মুহূর্তেই বর্তমান,হয়ে যায় অতীত।
স্রোতস্বিনী কভু,পায়নি ফিরে জল,
আঁধার পারেনি করিতে,শশী আলো তল।
থামেনি কখনো কভু,সাগরের ঢেউ,
দুঃখ বিনা সুখ,লভিছে কি কেউ।
বিনা মেঘে বৃষ্টি,কভু কি হয়,
কখনো কি হয়েছে,সত্যের ক্ষয়।
আগুন কি কভু,হয়েছে নিম্নগামী,
মাটি-সোনা তর্ক বাঁধে,কে কত দামী।
আকাশে চাঁদ উঠিলে,দেখে সর্ব জন,
তুমি দেখ বাহির শুধু,প্রভু দেখে মন।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।