নারীর মর্যাদা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-১০-২০২৪

ধৈর্য নহে নারীর শোভা
তবু সইতে হয়,
জন্ম থেকে নারী জাতি
স্বাধীন কভু নয়।
তবু মর্যাদা তার অতি উচ্চে
চির উন্মুক্ত দ্বার,
পিতা-পতি-পুত্রের তরে
রাখে সম অধিকার।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।