গোলাপ দিবস
- সৌম্যকান্তি চক্রবর্তী

তুমি যখন এ পথ দিয়ে যাচ্ছিলে একা একা
সেই সে ক্ষণে তোমার আমার হয়েছিল দেখা
সেই সময়ে তোমায় আমার লেগেছিল ভালো !
সেই সে রূপের প্রদীপ যেন আজও তুমি জ্বালো !
সেই দিনটায় আনন্দে তাই দিয়েছিলাম গোলাপ ,
বলেছিলাম ভালোবাসি , তুমি বলেছিলে প্রলাপ !
আমি বললাম বন্ধু আমার, আজ তো গোলাপ দিবস ,
আজকে কেন তুমি আমায় করছ হায় যে বিরস ?
তুমি বললে হাসিমুখে, রাখো আদিখ্যেতা !
তুমিও আমায় গোলাপ দিয়ে বললে মনের কথা !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।